আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে দুর্ভাগ্যজনকভাবে আইসিসি দেয়া শাস্তি মেনে নিতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। কিন্তু গোটা দেশের মানুষ সাকিবের পাশে আছে।
আজ বুধবার বিকেলে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন ও কল্পনা জামান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাঁর নেতৃত্বে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানসহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজসহ বিএনপি-জামায়াতের কেউ যেন আওয়ামী লীগের কোন কমিটিতে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
আজকের বাজার/লুৎফর রহমান