গোদাগাড়ীতে একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকায় শনিবার দুপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন।

তারা হলেন- জেলা শহরের মুন্নোফের মোড় এলাকার মুসাব্বের আক্কাস আলী (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), মেয়ে মুসফিরা (৮) ও চার মাসের ছেলে হাসান আল আদিব এবং গোদাগাড়ী উপজেলার কেল্লাবাড়ইপাড়ার রমজানের স্ত্রী আসিয়া (৩০) ও প্রাইভেটকার চালক নগরীর মেহেরচণ্ডী এলাকার মাহবুবুর রহমান (৪০)।

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঘটা এ দুর্ঘটনায় আহত রমজান ও তার মেয়ে রাফিয়াকে (২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথে কাদিপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে এক নারী ও দুই শিশু মারা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আজকের বাজার/এমএইচ