রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে সামায়ন (৩০) নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সিএন্ডবি মোড়ে একটি ওষুধের ফার্মেসী থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত সামায়ন গোদাগাড়ী সিএন্ডবি আঁচুয়া গ্রামের মৃত সোহরাবের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধের দোকানে ওষুধের প্যাকেটে রাখা ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, সামায়নের বিরুদ্ধে রাজশাহী রাজপাড়া থানায় মাদকদ্রব্য মামলা দায়ের করা আছে।
সামায়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
আজকের বাজার/এসএম