জেলার কাশিয়ানী উপজেলায় আজ ব্যাটারিচালিত রিকশা ভ্যান থেকে পড়ে আব্দুল আলিম মোল্লা (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম মোল্লা কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের দলিল উদ্দিন মোল্লার পুত্র।
পুলিশ জানায়, একটি ব্যাটারিচালিত রিকশা ভ্যানে করে জয়নগর থেকে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন আলিম মোল্লা। পথিমধ্যে ভ্যানটি ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যান থেকে ছিঁটকে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পড়ে আহত হন আলিম মোল্লা।গুরুতর অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান রিকশা ভ্যান থেকে পড়ে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান