জেলার কাশিয়ানী উপজেলায় আজ ঢাকা-খুলনা মহাসড়কে বাস চাপায় ফাতেমা বেগম(৭০)নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর পৌঁনে একটার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম নড়াইল জেলার লোহাগড়ার আব্দুল শেখের স্ত্রী। তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের শেখপাড়ার আশরাফ শেখের শাশুড়ী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আজিজুর রহমান জানান, ফাতেমা বেগম রাস্তা পারাপারের সময় ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রিবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান