৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার শিল্পকলা একাডেমি চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ২দিন ব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিক নুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছে। দু’ দিনব্যাপী এই মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা। (বাসস)