করোনাভাইরাসের কারণে গৃহবন্দী জেলার মুকসুদপুরের প্রায় ২১ হাজারের বেশী কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই পর্যন্ত ৮ম ধাপে সরকারি সহযোগিতা নগদ টাকা, চালডালসহ শুকনো খাবার এবং ভিজিএফ এর চালও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, প্রথম ধাপে ৫০ পরিবারে ৪ লাখ টাকা, ২য় ধাপে, ৩০০ পরিবারে ৪১ লাখ ৫০ হাজার টাকা, ৩য় ধাপে ২০০ পরিবারে ১৭ লাখ টাকা, ৪র্থ ধাপে ১ হাজার ৮০০ পরিবারে শুকনো খাবার (প্যাকেটে চাল ডাল, লবন, চিনি, তেল) ৫ম ধাপে ৫৩৮ পরিবারে শুকনো খাবার ৪ লাখ ২৫ হাজার টাকা, ৬ষ্ঠ ধাপে ৫১৪ পরিবারে শুকনো খাবার ৪ লাখ ৬ হাজার টাকা, ৭ম ধাপে ৫০৫ পরিবারে শুকনো খাবার ৩ লাখ ৯৮ হাজার টাকা এবং ভিজিএফ কার্ডে ১০ কেজি চাল ১৬ হাজার ৬৪৩ টি পরিবারে দেয়া হয়েছে।
তিনি জানান, পৌরসভা ও ইউনিয়নের স্থানীয় জনপ্রতিধিদের সহযোগিতায় পরিবার কার্ডের বিপরীতে এই সব পরিবারকে খাদ্য সহযোগিতা দেয়া হয়েছে। তিনি আরও বলেন এই খাদ্য সহযোগিতা অব্যহত আছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান