জেলার মুকসুদপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ অনুষ্ঠানে পাঁচ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। আলোচনাসভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন। এসময় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচজন নারী- অর্থনৈতিক ক্ষেত্রে চায়না বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে রুমি, সমাজ উন্নয়নে অবদান রাখায় নাজমা বেগম, নতুন উদ্যোমে জীবন শুরু করা রানু বেগম, সফল জননী ঝর্ণা মল্লিককে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে ২০১৮-২০১৯ অর্থবছরের চল্লিশটি স্বেচ্ছাসেবি মহিলা সমিতির মাঝে ছয়লাখ চল্লিশহাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান