জেলার মুকসুদপুর উপজেলায় আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।
আজ শনিবার মুহাম্মদ ফারুক খান এমপি তাঁর নির্বাচনী এলাকায় ৬২ কোটি টাকারও বেশী ব্যয়ে তিনটি সেতু, দু’টি সড়ক প্রস্তকরন, ইউনিয়ন পর্যায়ে একটি সরকারি দ্বিতল বানিজ্যিক বিপনী বিতান এবং পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। পরে তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, জেলায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলি এহসানুল হক, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান