জেলার মুকসুদপুর উপজেলায় আজ ‘গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী বিল মোহনার খাদ্য ব্যবস্থার পরিবর্ধন প্রকল্পের সম্ভাব্য যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।
গোপালগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাদের সরদারের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ সাহিনুল ইসলাম, ফরিদপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, পরামর্শক সংস্থা ম্যাট্রিকস-এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিক সরকার, মুকসুদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপশী বিশ্বাস দুর্গা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন শেখ। কর্মশালায় মুকসুদপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট জেলা- উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। (বাসস)