আগামীকাল ১ জানুয়ারি বই উৎসব। বছরের প্রথমদিনে জেলার পাঁচ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সমূহের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে। এ বছর বই উৎসবে প্রাথমিক ও মাধ্যমিকস্তরে মোট ২০ লাখ ৩৯ হাজার ৬০৮টি বই বিতরণ করা হচ্ছে।
এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ১২ লাখ ১১ হাজার ৯৪১টি বই বিতরণ করা হবে। প্রাথমিকস্তরের প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৮৬ হাজার ৬৫৭টি বই বিতরণ করা হচ্ছে। এছাড়া মাদরাসাস্তরে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির ১ লাখ ৪১ হাজার ১০টি বই বিতরণ করা হবে।
গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন এবং শিক্ষা অফিস বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করবেন। পরে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে।
গোপালগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বাসসকে বলেন, জেলার ৫ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহে ১২ লাখ ১১ হাজার ৫২১টি বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ লাখ ৮৬ হাজার ৫৯১টি বই, টুঙ্গিপাড়া উপজেলায় ১ লাখ ৬ হাজার ৫১৫টি বই, কোটালীপাড়া উপজেলায় ১ লাখ ৮১ হাজার ৬১০ টি বই মুকসুদপুর উপজেলায় ২ লাখ ৭৪ হাজার ১৮০টি বই, কাশিয়ানী উপজেলায় ২ লাখ ৫০০টি বই বিতরণ করা হবে।
ওই কর্মকর্তা আরো বলেন, মাদরাসাস্তরে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির ১ লাখ ৪১ হাজার ১০টি বই বিতরণ করা হবে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩০ হাজার ১৭৫টি বই, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ হাজার ৯১০টি বই, কোটালীপাড়া উপজেলায় ১২ হাজার ৯৪০টি বই, কাশিয়ানী উপজেলায় ৩১ হাজার ৪৭০টি বই ও মুকসুদপুর উপজেলায় ৫৯ হাজার ৫১৫টি বই বিতরণ করা হবে।
প্রাপ্ত সকল বই আমরা বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দিয়েছি। এখনো কিছু বই এসে পৌঁছায়নি। অবশিষ্ট বই আজ ৩১ ডিসেম্বরের মধ্যে এসে পৌঁছাবে। বই আসা মাত্র আমরা বিদ্যালয়ে পৌঁছে দেবো।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার জানিয়েছে, জেলার পাঁচ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের চাহিদার ৬ লাখ ৮৬ হাজার ৬৫৭টি বই আমরা পেয়েছি। বই উৎসবরে দিন প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বই বিনামূল্যে শিশুদের হাতে তুলে দেওয়া হবে।
গোপালগঞ্জ শহরের এস.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম বলেন, আমার বিদ্যালয়ে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। আমাদের স্কুলে শিক্ষার্থীদের চাহিদার সব বই এসে পৌঁছেছে। আগামীকাল ১ জানুয়ারি আমাদের বিদ্যালয়ে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করবেন। বই উৎসব উদযাপনে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। বই উৎসবের দিনই আমরা সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পারব। শিক্ষার্থীরা নতুন বই নিয়ে ক্লাস করতে পারবে।