বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
গোপালগঞ্জের ‘অপহৃত’ স্কুলছাত্রী উদ্ধার
প্রকাশিত - এপ্রিল ২১, ২০১৮ ১২:৩৩ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরের অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে আটক করা হয়েছে এক তরুণকে।
আটককৃত ওই তরুণের নাম নাঈম শেখ (২১)। নাঈম রাজবাড়ীর শাহিনকাঠি গ্রামের সিদ্দিক শেখের ছেলে।
মুকসুদপুরের গোহালা ইউনিয়নের একটি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী গত ১২ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হন বলে পরিবারের অভিযোগ।
মুকসুদপুরের জলিরপাড় পুলিশ ক্যাম্পের এসআই নবকুমার ঘোষ জানান, রাজবাড়ী জেলার শাহিনকাঠি গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার এই ছাত্রীকে তারা উদ্ধার করেন।
এসআই নবকুমার বলেন, এই ঘটনায় ছাত্রীর বাবা ছয়জনকে আসামি করে মুকসুদপুর থানায় মামলা করেন। পুলিশ উদ্ধার অভিযানে নেমে রাজবাড়ীতে তার খোঁজ পায়। রাজবাড়ীর শাহিনকাঠি গ্রামে নাঈমের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ছাত্রীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে পরিবারের কাছে হস্তান্তরের আদেশ দেন।
আর নাঈমকে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আজকের বাজার/একেএ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.