গোপালগঞ্জে অবৈধ এমএলএম ব্যবসার অভিযোগে ৯ জন গ্রেফতার

গোপালগঞ্জে অবৈধ মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের কোয়াডাঙ্গা এলাকার কুটুমবাড়ী কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- খালিদ হাসান(২৮),রাকিব ইসলাম (২২), রিফাত হাসান (২০), শরিফুল ইসলাম (২২), শিবলী শেখ (২৪), আবু সাইদ(২৩), নাজমুল হাসান(২৫), লাবলু সরদার(২২), আজম(২১)।

তথ্যমতে, তারা খুলনা, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করে।

সদর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, তারা ওয়াল্ড ভিশন ২১ লিমিটেড নামে অবৈধ (এম এল এম) ব্যবসা পরিচালনা করছে। এরা ট্রেড লাইসেন্সবিহীন অবৈধ (এমএলএম) ব্যবসার নামে গোপালগঞ্জ জেলায় প্রায় ৩০০ তরুন-তরুণীকে কমিশনের প্রলোভন দিখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার ৭ শ’ টাকা করে প্রায় ৮ লাখ আদায় করে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাজার : আরজেড/আএম/২০ফেব্রুয়ারি ২০১৮