সড়ক দুর্ঘটনা কমাতে গোপালগঞ্জে তিন দিনব্যাপী যাত্রী ও পণ্য পরিবহন সেবামেলা শেষ হচ্ছে আজ বুধবার।
শহরতলীর কুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ মেলার আয়োজন করে।মেলায় বিআরটিএ, এনআরবিসি ব্যাংক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ডাচবাংলা ব্যাংক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আয়কর বিভাগ স্টল বসিয়ে সেবা প্রদান করে।
বাস-ট্রাক পরিবহন শ্রমিকরা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্টল থেকে বিনামুল্যে চক্ষু পরীক্ষা করে চশমা নিয়েছেন। তারা বিআরটিএ স্টল থেকে গাড়ির যাবতীয় কাগজ, ফিটনেস. রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা নিচ্ছেন।এনআরবিসি ব্যাংকের স্টল থেকে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় ফি জমাদান বিষয়ে সেবা নিয়েছেন সংশ্লিষ্টরা। ডাচবাংলা ব্যাংকের স্টল এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতুসহ বড়-বড় সেতুতে যানবাহন চলাচলে ফাস্টট্র্যাক লেন ব্যবহারের জন্য ডিজিটাল সেবা প্রদান করেছে। আয়কর বিভাগের স্টল থেকে যানবাহনের যাবতীয় আয়কর সংক্রান্ত সেবা প্রদান করা হয়।
এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্ঘটনা প্রতিরোধ ও পরবর্তী বিষয়ে করণীয় নিয়ে বাস-ট্রাক পরিবহন শ্রমিকদের সামনে মহড়া প্রদর্শন করেছে।
গত সোমবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে তিনি মেলার স্টল পরিদর্শণ করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। গত দুইদিনে এ মেলা থেকে বাস-ট্রাক পরিবহন শ্রমিকরা তাদের সেবা পেয়েছেন।
আজ বুধবার মেলার শেষ দিনেও এসব সেবা প্রদান করা হবে বলে মেলার আয়োজকরা জানিয়েছেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রতিমাসে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় তিন দিনব্যাপী যাত্রী ও পণ্য পরিবহন সেবামেলা অনুষ্ঠিত হবে। (বাসস)