গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমবোঝাই ট্রাক উল্টে ১ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২০ জুন) ভোরে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে উপজেলার মাঝবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাহিদ খান (৩০)। শাহিদ খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মানপাশা গ্রামের ফজলে আলী খানের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, গোপালগঞ্জ থেকে বরিশালগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকে থাকা শহিদ খান ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৩ জন।
নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ কামরুল ফারুক।
আজকের বাজার/একেএ