গোপালগঞ্জে এসএসসি’তে ফেল করে ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করে পূজা বাড়ৈ (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার জহরেরকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই ছাত্রী পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে জহরেরকান্দি গ্রামেরসুবোধ চন্দ্র বাড়ৈর মেয়ে। এ ঘটনায় ছাত্রীর পরিবারে শোকের মাতম চলছে। গোটা জহরেরকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ মজুমদার বলেন, পূজা আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। আমরা আশা করেছিলাম সে জিপিএ-৫ পাবে। কিন্তু ফলাফলে দেখা গেছে সে গনিতে ফেল করেছে। এই রেজাল্ট হয়তো মেনে নিতে পারেনি পূজা। তাই দুপুর দেড়টার দিকে সে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা এটি প্রত্যাশা করিনি।

আজকের বাজার/একেএ/