জেলা সদরে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী‘মুজিববর্ষ’উপলক্ষে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগে‘মুজিব কর্ণার’ও‘বঙ্গবন্ধু গ্যালারি’উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের ফিতাকেটে‘মুজিব কর্ণার’ও‘বঙ্গবন্ধু গ্যালারি’উদ্বোধন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, গণপূর্ত ই-এম পিএন্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মির্জা শিবলী মাহমুদসহ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগের প্রকৌশলীগণ, কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদাররা উপস্থিত ছিলেন। জেলায় গণপূর্ত বিভাগের এ‘মুজিব কর্ণার’ও‘বঙ্গবন্ধু গ্যালারি’-তে জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি এবং বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান