গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ শোভযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর ও আশপাশ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন প্রমূখ।
আলোচনা সভায় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।(বাসস)