গোপালগঞ্জে জাল টাকা ও মাদকসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫৭০০ জাল টাকা ও ৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ মে ) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার এস, আই নাজমুল ইসলাম ভোরে ভাদুলিয়া গ্রামের চিহ্নিত মাদক মাদক ব্যবসায়ী রঞ্জুর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কেজি গাজা উদ্ধার করে।
এছাড়া ঐ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে তার স্ত্রীর কাছে থাকা ৫,৭০০ জাল টাকা উদ্ধার করে।
এ ঘটনায় রঞ্জু ও তার স্ত্রী মনিরার নামে কাশিয়ানী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আজিজুর রহমান।
আরজেড/