জেলায় আজ মঙ্গলবার থেকে প্রতিকেজি ৪৫ টাকা দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
আজ দুপুরে জেলা সদরে জেলা প্রশাসকের কার্যালয়ের এবং জেলা রেজিষ্ট্রার অফিসের সামনে টিসিবির গাড়ি থেকে স্থানীয় বাসিন্দারা সুশৃঙ্খলভাবে পেঁয়াজ সংগ্রহ করেন।
টিসিবি’র ডিলার দীপক সাহা জানান, তাকে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার-এই দু’দিনের জন্য দুই হাজার কেজি পেঁয়াজ বিক্রির জন্য দেয়া হয়েছে। প্রতিজনকে এককেজি করে ৪৫ টাকা দরে এই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান