গোপালগঞ্জে বালু বোঝাই ট্রলির চাপায় কালিতারা বিশ্বাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের গেটপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কালিতারা বিশ্বাস গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকার প্রফুল্ল বিশ্বাসের স্ত্রী।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী সকালে বাড়ি থেকে ভ্যানে করে ধান ভাঙাতে গেটপাড়া রাইস মিলে যাচ্ছিলেন। পথিমধ্যে বালু বোঝাই একটি ট্রলির ধাক্কায় তিনি ভ্যান খেকে পড়ে যান। ওই ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ট্রলিটি জব্দ করেছে।
আজকের বাজার/আরজেড