তীব্র শীতের সঙ্গে বৃষ্টিতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে বৃষ্টি আর ঠা-া বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কনকনে ঠা-া অনুভূত হচ্ছে।
আজ বৃহস্পতিবার ভোর থেকে বেড়ে গেছে শীতের তীব্রতা। এর মধ্যেই ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। এতে বিপযর্স্ত হয়ে পড়ে জনজীবন। সবচেয়ে বেশি অসুবিধার শিকার হয়েছে খেটে খাওয়া দিনমজুররা। এক দিকে শীত এবং অন্য দিকে বৃষ্টির কারণে কাজে বের হতে পারেনি তারা। কোথাও সূর্যের দেখা মেলেনি। হিমশীতল বাতাস কাঁপিয়ে তুলছে ছিন্নমূল মানুষগুলোকে। তীব্র শীতে দুর্বিষহ দিন পার করছেন তারা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আবু সুফিয়ান জানান, গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। (বাসস)