গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীকে মারধর করার সময় স্ত্রী বাধা দিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী মারা যান। এ সময় মৃতের স্বামী আহত হন।
বৃহস্পতিবার (১২ জুলাই) ভোরে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিপি বেগম। তিনি ওই গ্রামের ইব্রাহিম শেখের স্ত্রী। এ সময় ইব্রাহিম শেখ আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনর সাথে জড়িতদের মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ভোররাতে ইব্রাহিম শেখের বাড়িতে সিঁধ কেটে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। পরে তারা ইব্রাহিমকে বাইরে বের করে মারধর করে। এ সময় তার স্ত্রী লিপি বেগম বাইরে বের হয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা লিপি বেগমকে ছুরি দিয়ে আঘাত করে। তারপর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।
আজিজুর রহমান জানান, এলাকাবাসী দুজনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে লিপি বেগমের অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ইব্রাহিম শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএম/