গোপালগঞ্জে নতুন করে ৪ জন করোনা আক্রান্ত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নতুন করে চার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

শনিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ূম তালুকদার কাশিয়ানী উপজেলায় ৪ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত রোগীদের বাড়ি কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামে। তারা সবাই করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ূম তালুকদার বলেন, গত ১৫ এপ্রিল আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিদের আইসোলেসনে নেয়া ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা নেয়া হচ্ছে।