গোপালগঞ্জে নদী রক্ষা ও গবেষণা প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত

জেলায় দূষণ ও দখলদারিত্ব থেকে ৪৮টি নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও গবেষণা প্রকল্পের ১ম পর্বের কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।

৪৮টি নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী কমিশন ও নৌপরিবহন মন্ত্রাণালয় যৌথভাবে আজ সোমবার এ ‘জেলা কর্মশালা’র আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ইকরামুল হক।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ‘৪৮ নদী সমীক্ষা প্রকল্প’-এর টিম লিডার এবিএম সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা, কুমার ও মধুমতি নদীসহ ৪৮টি নদীর দূষণ, দখলদারিত্ব থেকে রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরী এবং গবেষণার বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের বাজার/লুৎফর রহমান