গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ আগস্ট) ওই স্থানে মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, বৌলতলী নামক স্থানে একটি লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, নিহত নারীকে এক মাস আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আজকের বাজার/একেএ