গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গোপালগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।
এ সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ প্রমুখ।
এরপর কোটালীপাড়া উপজেলার খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এতে হোটেল, বেকারী ও খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট ৫০ জন ব্যক্তি অংশ নেন।
এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, হোটেল ও বেকারী মালিকগণ কোটালীপাড়া উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। (বাসস)