জেলার তিনটি সংসদীয় আসনের ৩৯৭টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সামগ্রী।
আজ শনিবার বেলা ১১টা থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
এসব কেন্দ্রের ব্যালট পেপার পাঠানো হবে নির্বাচনের দিন রোববার সকালে ভোট গ্রহণের আগে।
এই তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এসব আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ৪৩৭ জন।
রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে তিনটি সংসদীয় আসনে ২৮ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন। (বাসস)