গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মত ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিবহণ শ্রমিকেরা ঢাকা- খুলনা মহাসড়কে বেরিকেড সৃষ্টি করে পিকেটিং ও বিক্ষোভ করছে।
এতে গোপালগঞ্জে ওপর দিয়ে খুলনা, বাগেরহাট, নাজিরপুর, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলার যানবাহন চলাচল করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
গত রবিবার ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে পলিটেকনিকের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়। এঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়রা বেশ কয়েকটি বাস ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে জেলা বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়।
আজকের বাজার/আরজেড