গোপালগঞ্জে প্রশ্ন ফাঁসচক্রের সাথে জড়িত থাকার অভিযোগে অনুপ বিশ্বাস (১৮) নামে এক সদস্যকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকা থেকে র্যাব-৮ তাকে আটক করে। অনুপ বাটিকামারী গ্রামের অমল বিশ্বাসের ছেলে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডি হাসান আলী বলেন, আটক অনুপ বিশ্বাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবার ব্যবহার করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। সে প্রশ্ন ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য।
অনুপকে জিজ্ঞাসাবাদ শেষে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
রাজিবী/রাসেল