জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
জানাগেছে,আজ শনিবার কাশিয়ানী উপজেলার তিলছড়া পূর্বপাড়া মিয়াবাড়িতে ‘স্বপ্ন ফেরিয়ালা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ২হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী এসব রোগীদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান হয়। (বাসস)