জেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন এসব কর্মসূচীর আয়োজন করে।
আজ বুধবার সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে এ সপ্তাহের উদ্ধোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম, সিনিয়র স্টেশন কর্মকর্তা স.ম আরিফুল হক, স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ শিকদার উপস্থিত ছিলেন।
পরে “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” শীর্ষক প্রতিপাদ্যে গাড়ির একটি মহড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফায়ার সার্ভিস ষ্টেশনে গিয়ে শেষ হয়।তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান