১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এক জাঁকজমকপূর্ণ এবং আনন্দময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘রাণী মটরস্', এসিআই মটরস্ এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে গোপালগঞ্জে তাদের যাত্রা শুরু করলো। এই শো-রুমটি গোপালগঞ্জ জেলার বেদগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত। ফোটনের এই শো-রুমে সেলস্ এবং স্পেয়ার পার্টস সুবিধাও পাওয়া যাবে। ফোটনের ১ টন, ১.৫ টন এবং ৩.৫ টনের পিক-আপ সহ অন্যান্য সকল যানবাহন এই শো-রুমে পাওয়া যাবে। শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস্) জনাব আরিফুর রহমান, সেলস ম্যানেজার জনাব মোঃ আতিয়ার রহমান, গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি জনাব মোঃ ইসলাম সিকদারসহ এসিআই মটরস্ এর অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ১ কোটির অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। ২০১৯ সাল থেকে এসিআই মটরস্ একমাত্র পরিবেশক হিসেবে ফোটন এর বিভিন্ন বাণিজ্যিক গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে। কৃষি যান্ত্রিকীকরণের যাবতীয় সমাধান প্রদান ছাড়াও এসিআই মটরস কন্সট্রাকশন ইকুইপমেন্ট ও ইয়ামাহা মটরসাইকেল এর ব্যবসা পরিচালনা করছে।