গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা

গোপালগঞ্জে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার সকালে জেলা শিশু একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিশু অংশ নেয়।

দুপুরে জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মনোজ কুমার সাহা ও সঞ্জয় বিশ্বাস। এসময় চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। (বাসস)