গোপালগঞ্জে বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি।
তিনি আরও জানান, বাসচাপার পর আরও কয়েকটি যানবাহন চাপা দিলে ওই ব্যক্তির মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা মৃদতদেহ উদ্ধার করেছে।