গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে আসা ব্যসপুরগামী লোকাল বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে নেয়ার সময় আরো দুইজনের মৃত্যু হয়। আহত ১৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে, ১০ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ