বাস ও ট্রাকের চাপায় এবার হাত হারালেন হৃদয় শেখ নামের এক যুবক
দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে।এ সময় আরো দুজন আহত হন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ও বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক ব্যাটারি চালিত একটি ইজিবাইককে ওভারটের করতে যায়। এ সময় বাসটির সাথে ট্রাকের পাশ থেকে ধাক্কা লাগলে হৃদয়ের হাত কেটে শরীর থেকে বিচ্ছন্ন হয়ে যায়। এ সময় আরও দু’জন আহত হন।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য হৃদয়কে ঢাকায় পাঠায়। অন্য দু‘জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।
আজকের বাজার/আরজেড