গোপালগঞ্জে বাস খাদে, নিহত ৬

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৬ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মুকসুদপুরের চুমুরদি নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মুকসুদপুর থানার ডিউটি অফিসার এএসআই আ. গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএম/