গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন।
নিহতরা হলেন-বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার অফিসার (ক্যাশ) নুরুল ইসলাম (৪০) ও মোমেনা বেগম (২৫)।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার খেলনায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মাজেদ মোল্লার ছেলে নুরুল ইসলাম। আর কোটালীপাড়া উপজেলার পূর্ব কোটালীপাড়া এলাকার শহিদ মোল্লার স্ত্রী মোমেনা বেগম।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কোটালীপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাস খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এক বাসযাত্রী জানান, বাসচালক বাস চালানোর সময়ে মোবাইলে কথা বলছিলেন। এ কারণে তিনি নিয়ন্ত্রণ হারান।
আজকের বাজার/এমএইচ