গোপালগঞ্জে বাস চাপায় মা ও শিশু নিহত

জেলায় বাস চাপায় মা ও তার ৮ মাসের শিশু সন্তান নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃতদের বাড়ি একই উপজেলার ফলসি গ্রামে। নিহতরা হলো-ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সের শিশু সন্তান আলি কাজী।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই প্রকাশ বিশ্বাস জানান, মা ও তার শিশু সন্তান একটি ভ্যান গাড়িতে করে বাবার বাড়ি ফুকরা থেকে স্বামীর বাড়ি ফলসি যাবার পথে পিছন দিক থেকে কাশিয়ানী থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ধাক্কা দেয়।

ফলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। মারাত্মক আহত মীরা বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।