গোপালগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ডে  আজ সকাল সাড়ে সাতটার দিকে যাত্রীবাহী বাস-ট্রাকের  মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন ।
পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকি জানিয়েছেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাঝিগাতী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমাদ পরিবহনের বাসটি দুমড়ে মুছড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনা স্থলে পাঁচজন নিহত হয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন বনে জানান ওই পুলিশ কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি। (বাসস)