গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।

৯ সেপ্টেম্বর শনিবার ভোরে উপজেলার বরাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল সেবা গ্রিনলাইনের একটি নৈশ কোচ।ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কে ঢাকাগামী সিমেন্টবোঝাই বাসের সঙ্গে ওই বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।

তিনি জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

আজকের বাজার:এলকে/এলকে/ ৯ সেপ্টেম্বর ২০১৭