গোপালগঞ্জে বাস দুর্ঘটনা, নিহত ২

গোপালগঞ্জের বাস উল্টে গিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের দলিলউদ্দিন মোল্লার ছেলে রুকু মোল্লা (৬৫) ও কাশিয়ানী উপজেলার তীলছাড়া গ্রামের আনিস মোল্লার ছেলে আশিকুর রহমান রেজা আশিক (১৭)।

গোপালগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আশিক নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথেই রুকু মোল্লার মৃত্যু হয়।

এঘটনাকে কেন্দ্রকরে যাত্রীরা মহাসড়ক অবরোধ করেছে।

গোপালগঞ্জের এএসপি (সার্কেল) মো. সানোয়ার হোসেন জানান, মহাসড়ক অবরোধ প্রত্যাহারের জন্য ছাত্র ও জনতার সঙ্গে কথা বলা হচ্ছে। খুব দ্রুতই অবরোধ প্রত্যাহার হবে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

আজকের বাজার/আরজেড