গোপালগঞ্জ জেলা শহরের হরিদাসপুর এলাকায় বাসের সাথে যাত্রীবাহী যান মাহেন্দ্রের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাহেন্দ্রের চালক রাজিব মোল্লা এবং যাত্রী সাদ্দাম মোল্লা ও মোরশেদ গাজী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাসের সাথে মাহেন্দ্রটির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন ওসি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়।
আজকের বাজার/এমএইচ