গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২০ মে) বিকেলে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ফুড গোডাউনের সামনে কামরুল শেখের বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রিমন বেপারী (১২) উপজেলার চরপ্রসন্নদী গ্রামের রাজ্জাক বেপারীর একমাত্র ছেলে ও টেকেরহাট পপুলার হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে রিমন বেপারী তাদের ভাড়াকৃত কামরুল শেখের বিল্ডিংয়ে অটোরিকশা চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে যায়। এ সময় রিমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা মহিদুল বলেন, অটোরিকশাটি চার্জে দেওয়ার পর সেটি বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রিমন।

আজকের বাজার/ এমএইচ