গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কঠুরাকান্দী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় নাইম শেখ নামের আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রমজান শেখ (১২)। রমজান ওই গ্রামের জাকির শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়িতে বৈদ্যুতিক তার নষ্ট হয়ে গেলে রমজান ও নাঈম ওই তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে মুকসুদপুর সদর হাসাপতালে নেওয়ার পথে রমজান শেখের মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ