গোপালগঞ্জে আজ ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো মৌসুমের জাতসমূহের চাষাবাদ কলা কৌশল ও বীজ সংরক্ষণ পদ্ধতি' শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক দীপঙ্কর রায়, কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু।
এ কৃষক প্রশিক্ষণে রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করেন বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ, বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো. মাহবুব আলী খান।
এ প্রশিক্ষণে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী উপজেলার ৬০ জন অগ্রগামী কৃষাণ ও কৃষাণী অংশ নেন।
/ বাসস