জেলার কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক এসএসসি পরীক্ষার্থী শামিমুল সাকিব (১৭)।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এস আই) রাজিব সরকার জানান- বুধবার রাতে উপজেলার ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা এ দুর্ঘটনাটি ঘটে। দুইবন্ধু শান্ত ও শামিমুল একটি মোটরসাইকেলে করে নড়াইল থেকে গোপালগঞ্জে দিকে আসছিলেন। এ সময মোটরসাইকেলটি মধুমতি সেতু পার হয়ে টোল প্লাজার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু শান্ত ও শামিমুল মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাটিয়াপাড়া এস বি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে শান্ত মারা যায়। অপর আহত শামিমুলকে ভর্তি করা হয়েছে। নিহত শান্ত আহমেদ নড়াাইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে। আহত শামিমুল সাকিব একই উপজেলার মারিমুল ইসলামের ছেলে। নিহত ও আহত একে অপরের বন্ধু। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান