গোপালগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রার্থী এস এম জিলানীসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
রোববার, ২ ডিসেম্বর সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।
এ সময় জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম সিরাজসহ অন্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ-১ আসনে সাতজন প্রার্থীর মধ্যে ভোটারদের স্বাক্ষর ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম খান চৌধুরী, গোপালগঞ্জ-৩ আসনে যথাযথ কাগজপত্র ও স্বাক্ষর না থাকায় বিএনপির প্রার্থী এস এম জিলানী এবং জাতীয় পার্টির এ জেড এম অপু শেখের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
ফলে গোপালগঞ্জ-১ আসনে ছয়জন, গোপালগঞ্জ-২ আসনে পাঁচজন ও গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনাসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের তিনজন, বিএনপির ছয়জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন, জাতীয় পার্টির দুইজন, বাসদের একজন, এলডিপির একজন এবং স্বতন্ত্র প্রার্থী তিনজন ছিলেন।
আজকের বাজার/এমএইচ