জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এবং রবিবার রাতে সদর উপজেলার দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের মিয়াপাড়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী তকিবুন্নেছা (৬২) ও কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ (৬)।
পুলিশ জানায়, সোমবার সকালে হাঁটতে বের হন তকিবুন্নেছা। ৭টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় বঙ্গবন্ধু সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইটবোঝাই ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর গ্রামে রাস্তার ওপর খেলার সময় ইজিবাইকের ধাক্কায় সাজ্জাদ শেখ আহত হয়। পরে গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/শারমিন